শাকিব-বুবলী একসঙ্গে হচ্ছে ঈদে!

দাম্পত্যজীবন আলাদা হলেও পেশাগত কাজ থেকে তো আর দূরে থাকা যায় না। সেই কাজের সৌজন্যেই আগামী ঈদে একসঙ্গে আসতে চলেছেন শাকিব-বুবলী। ভেঙে গেছে ঢালিউড জুটি শাকিব খান ও শবনম বুবলীর সংসার। দেড় বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে থাকেন না।

বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশি কিং খান শাকিব। আরও পরিষ্কার করে বললে, ঈদুল ফিতরে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আলোচিত এ জুটির নতুন এবং সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।

অর্থাৎ, এ ছবিটির জন্যই শেষবার