দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী মৃত্যুর আগে হজ করতে চান। তিনি চান, তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। মৃত্যুর পরে ভক্তদের মোবাইল থেকে তার ছবি ডিলিট করে দেওয়ার অনুরোধও করেন তিনি ঢাকাই শোবিজের অন্যতম সফল চিত্রনায়িকা মৌসুমী মৃত্যুর আগে হজ করতে চান। তিনি চান, তার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। মৃত্যুর পরে ভক্তদের মোবাইল থেকে তার ছবি ডিলিট (মুছে ফেলা) করে দেওয়ার অনুরোধও করেন তিনি।
সম্প্রতি অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান তিনি। মৌসুমী বলেছেন, “আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। আমার কয়েকটি ইচ্ছে আছে। আমি মারা যাওয়ার পর, আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অবশ্যই খুব গোপনে যেন কবর দেওয়া হয়। মারা যাওয়ার আগে হজ করার ইচ্ছে রয়েছে।”
তিনি বলেন, “আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি বা দর্শক-অনুরাগীদের কাছে আমার যে ছবি রয়েছে, সেগুলো মোবাইল থেকে ডিলিট করে দেবেন। ছবি যদি সংরক্ষণ করতে হয়, তাহলে অবশ্যই মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ছবি থাকলে সেখানে সংরক্ষণের জন্য জমা দিয়ে দেবেন।”
তিনি বলেন, ”যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে, গবেষণার জন্য প্রয়োজন আছে, তাহলে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষিত হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো আর্কাইভে রাখা হবে। অন্যসব ছবি ডিলিট করে দিলে ভালো হয়।”
এদিকে মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ১১ নভেম্বরে। ওই দিন তার অভিনীত “ভাঙন” ও “দেশান্তর” একসঙ্গে মুক্তি পেয়েছিল। বর্তমানে মৌসুমীর “সোনার চর” নামে একটি সিনেমা নির্মাণাধীন রয়েছে। যেখানে তার সঙ্গে আছেন জায়েদ খান ও ওমর সানী।