আমার দেশের তেল নিয়ে অন্যরা গাড়ি চালাচ্ছে, কিন্তু আমরা পারছি না: তিশা

বশেষে আজ শুক্রবার দেশের ৫ হলে মুক্তি পেয়েছে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’। এই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন তিশা।

যদিও তার ইচ্ছে ছিল বিরতির পর ‘শনিবার বিকেল’ দিয়ে তার ফেরা হবে। কিন্তু নানা জটিলতায় ছবিটি আটকে আছে সেন্সরে। বিষয়গুলো নিয়েই কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। জানতে চাওয়া হয়, আজ মুক্তির কথা ছিল ‘শনিবার বিকেল’ কিন্তু মুক্তি পেল ‘বীরকন্যা প্রীতিলতা’। বিষয়টি কিভাবে নিচ্ছেন?

জবাবে তিশা বলেন, দুইটি ছবিই তো আমার সন্তানের মতো। ‘বীরকন্যা প্রীতিলতা’র অনেক আগে ‘শনিবার বিকেল’ শুটিং করেছিলাম।

অথচ বীরকন্যা ছবিটি আগে মুক্তি পেল। তবে আমি মনেপ্রাণে চেয়েছিলাম বিরতির পর ‘শনিবার বিকেল’ দিয়েই আমার ফেরা হোক। কিন্তু হলো না। নানা কারণে ছবিটি মুক্তি পাচ্ছে না। কেনো পাচ্ছে না তার কিছুই জানছি না আমরা।

এদিকে ‘শনিবার বিকেল’র মতো একই ঘটনা নিয়ে নির্মিত হিন্দি ভাষার ছবিটি তো আজ মুক্তি পেল। এতে কি খারাপ লাগছে না? এর জবাবে তিনি বলেন, ভালো বা খারাপ লাগাটা পরের বিষয়। কথা হচ্ছে, আমার দেশের তেল নিয়ে অন্য দেশের মানুষরা গাড়ি চালাচ্ছে কিন্তু আমরা নিজেদের তেল দিয়ে নিজেরাই গাড়ি চালাতে পারছি না। বোঝেন তাহলে বিষয়টা।

জানতে চাওয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তিতে এতো বাঁধা আসার কারণ আসলে কি? তিনি বলেন, সেটা তো আমরা বলতে পারব না। আমরা সিনেমাটিতে অভিনয় করেছি মাত্র। আমার মনে হয় পরিচালকও কিছু বলতে পারবে না। যারা ছবিটি আটকে রেখেছেন তাদের কাছে আপনারা জিজ্ঞেস করুন। তারাই সবটা ক্লিয়ার করে বলতে পারবেন।