রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে বঙ্গবাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ সারা দেশ। বঙ্গবাজারের আশপাশের এলাকায় ক্ষতিগ্রন্থ মানুষদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোকের মাতম। আগুন, কান্নার আর হারানো ছবি এখন ফেসবুকের নীল-সাদা দুনিয়ায়।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনের শিল্পীরাও। সকাল থেকেই তাদের হাহাকার ও শোকবার্তা ভেসে উঠেছে ফেসবুক স্ট্যাটাসে। ঢালিউডের এসময়ের আলোচিত বড়পর্দার অভিনেত্রী বুবলী লিখেছেন, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, আমিন।’
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘স্বপ্ন সব শেষ, এটা আমারও তো হতে পারত। বঙ্গবাজার ঢাকা, আল্লাহ আপনি হেফাজত করুন আমাদের।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহারে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার।’
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘চারিদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিলো। আল্লাহ রহমত করেন বঙ্গবাজার।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘চারিদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিলো। আল্লাহ রহমত করেন বঙ্গবাজার।’
সঙ্গীতশিল্পী বেলাল খান বলেন, ‘বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪৭টি ইউনিট। মাহে রমজানের উছিলায় আল্লাহ সবাইকে হেফাজত করুক।’
অভিনেতা সিদ্দিক লেখেন, আজ সকালে ঘুম থেকে উঠে শুভ সকাল লিখতে পারলাম না, বলতে পারলাম না। সকাল থেকে মনটা অনেক খারাপ তাই অনেক পরে স্ট্যাটাস দিলাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, সেই উৎসবে যারা নিজেরা ব্যবসা করে নিজের পরিবারের মুখে খাবার তুলে দিবে, তারাই সকাল হতে না হতেই রাস্তায় কান্না করছে, এটা দেখার পর আমার ভেতরের মানুষটা কেঁদে উঠলো।
অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম এবং দোয়া করলাম। আমার জায়গা থেকে কি করা উচিত ভাবলাম। তেমন কিছু খুঁজে পেলাম না। তাই যারা তাদের জন্য করতে পারবেন বিশেষ করে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। তাদের জন্য কিছু করুন। তা না হলে আখিরাতে গিয়ে আপনাদের জবাবদিহি করতে হবে। আসুন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় এমন কিছু কাজ করি, যাতে করে আখিরাতে গিয়ে ভালোভাবে জবাবদিহি করতে পারি। আল্লাহপাক সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন। সকলকে হেফাজত করুন। আমিন।
অভিনেতা জাহের আলভী লেখেন, আমি এই ঈদে একটি সুতাও কিনবো না। আমি সাধ্য অনুযায়ী আমার ভাইগুলার পাশে থাকব। অন্তত একটি পরিবারকে ঈদ করার সুযোগ করে দিতে চাই। কতগুলো পরিবারের ঈদ ছাই হয়ে গেল। ব্যবসায়ীগুলা কেউ কেউ ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ কেউ কিস্তিতে টাকা এনেছে, মাল কিনে দোকান সাজিয়েছে। কি হবে এই মানুষগুলোর! সবাইকে পাশে চাই। প্লিজ।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।