ম্যাচ চলাকালীন সময় ধূমপান করে আলোচনায় খালেদ মাহমুদ সুজন

বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে পুরো আসরে ধুঁকতে থাকা খুলনা টাইগার্স। টানা হারের পর জয়ের রাতে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জড়ালেন বিতর্কে।

খেলা চলাকালীন সময়ে ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে করলেন ধূমপান। টিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে এমন কাণ্ড ঘটাতে।

বিসিবি পরিচালক সুজনের ধূমপান করার স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খেলার মাঠ ও ড্রেসিংরুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বিপিএলের গত আসরে মাঠে ই-সিগারেট টেনে শাস্তির মুখে পড়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ।

এর আগে সুজন করোনাকালে একটি লাইভ টক শো শুরুর মুহুর্তে সিগারেটে টান দিয়ে বসেন। শুক্রবার রাতের ম্যাচে শেষ ওভারে ধূমপান করতে দেখা যায় তাকে। শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল খুলনার। মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান মিলে ৩ বলেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে।