তাসরিফ খানকে হুমকি!

দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসরিফ খান। গানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পর গান থেকে কিছুটা দূরে থাকলেও অসহায় মানুষের পাশে দাড়ানো বন্ধ করেননি তিনি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে থাকা অসহায় মানুষদের পাশে দাড়াতে ছুটে যাচ্ছেন। .

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীকে এবার ফোন করে হুমকি দিলেন অজ্ঞাত এক ব্যাক্তি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তাসরিফ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে “টাকা না পেয়ে প্রতারকের হুমকি” ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শোনা যায়, অজ্ঞাত ওই ব্যাক্তি জানতে চাচ্ছেন তাসরিফ খান এই মুহূর্তে কোথায় আছেন। জবাবে তাসরিফ বলেন, কেন আপনি কি আমাকে থ্রেড করতেছেন।

কথার এক পর্যায়ে অজ্ঞাত ওই ব্যাক্তি তাসরিফকে বলেন, “আপনি যদি এক বাপের সন্তান হয়ে থাকেন তাহলে চিটাগংয়ের উপর দিয়ে একবার আসবেন।” জবাবে তাসরিফ বলেন কেন? চিটাগংয়ের উপর দিয়ে গেলে আপনি কি করবেন। এরপর অজ্ঞাত ওই ব্যাক্তি বলেন “আপনার সাথে ঈদের কোলাকোলি করবো।”

কথোপকথনের এক পর্যায়ে বোঝা যায় মূলত অজ্ঞাত ওই ব্যাক্তি একজনকে সহযোগিতা করার জন্য তাসরিফকে সুপারিশ করেন। কিন্তু তাসরিফ সাহায্যের অর্থ না দেওয়ার কারণে মোবাইল ফোনে হুমকি প্রদান করেন।