আয়া-নার্সদের টানা হিঁচড়ায় নবজাতকের মৃত্যু, অতঃপর…

নরসিংদীতে চিকিৎসকের অনুপস্থিতিতে আয়া এবং নার্সদের টানা হিঁচড়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতক মৃত্যুর ঘটনার পর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করেন নিহতের স্বজনরা।

বুধবার (২২ মার্চ) ভোরে দিকে নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে নরসিংদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে আসেন ওই নারীর স্বামী মো. সুমন মিয়া। সেখানে কতব্যরত নার্স জরুরী সেবা দিতে থাকেন এবং নরমাল ডেলিভারী হবেন বলে জানান মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা ওমে হাবিব্বা।

ওই সময় হাসপাতালটিতে চিকিৎসক ছিলেন না। তাই হাসপাতালের নার্স ওমে হাবিব্বা তার ডেলিভারী করান।
ওই সময় নবজাতকে টেনে হিচড়ে ডেলভারী করার পর নবজাতকের মৃত্যু হয়। এ খবর প্রসুতির স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে ভোরে হাসপাতাল ঘেরাও করেন স্বজনরা।

নবজাতকের বাবা সুমন মিয়া জানায়, প্রসব ব্যথা উঠলে রাতে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কতব্যরত নার্স সবকিছু সামলে নেবেন বলে আমাদের জানান। কিন্তু হাসপাতালে চিকিৎসক ছিল না, এ বিষয়টি আমাদের জানায়নি। পরে আয়া-নার্সরা ডেলিভারী করান। ডেলিভারীর কিছুক্ষণ পর জানতে পারি আমার সন্তান মারা গেছে। তাদের অবহেলা ও অজ্ঞতার কারণে আমার সন্তান মারা গেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা ওমে হাবিব্বা কথা বলতে রাজি হয়নি এবং অন্য নার্সরাও কেউ কথা বলেনি।

এ ঘটনায় সদেরর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার গোপাল চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টির সম্পর্কে জানতে পেরেছি। এটি নিয়ে তদন্ত করা হবে। যদি আমার এখানে কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।