ছেলে বীরের জন্মদিনে একি ফ্রেমে শাকিব খান-বুবলী

তিন পেরিয়ে চার বছরে পা রাখল সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ২০২০ সালে ২১ মার্চ এই তারকা অভিনেন্ত্রীর কোল আলো করে আসেন বীর।

সোমবার দিবাগত রাত ১২টার পরে ফেসবুকে তার একমাত্র ছেলে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী। ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুল করেন নি বাবা শাকিব খান।

ঢালিউড সুপারস্টার শাকিব খান দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাহাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় তারকা শাকিবকে। গতকাল ছিল বীরের জন্মদিন।

ছেলের জন্মদিনে এক সঙ্গে দেখা যায় শাকিব-বুবলীকে। আজ মঙ্গলবার (২২ মার্চ) জন্মদিনে কেক কাটার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে লিখেন,পরিবারের মূল্যবান মুহূর্ত।

জানা গেছে, রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাঁটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে। ছেলের জন্মদিনে বেশ হাসিমুখে দেখা যায় শাকিব খানকে।

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল খেলনা গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান।