অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। অটোরিকশা চালককে নিয়ে যাওয়ার কথা বলায় সে দাবি করে বসে ২ হাজার টাকা। পরে কোনা কিছু না ভেবেই অসুস্থ স্ত্রীকে কাঁধে করে বাড়ির পথে ছুটে চলেন স্বামী।
ভারতের অন্ধ্রপ্রদেশ এ ঘটনা ঘটে। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করতে আসলে এ ঘটনা জানতে পারে। ৩৩ বছর বয়সী ওই আদিবাসী অর্থের অভাবে স্ত্রীকে গাড়িতে করে নিয়ে যেতে না পেরে শেষ পর্যন্ত নিজের কাঁধে করে ওড়িশায় ফিরছিলেন।
পুলিশ জানায়, হাইওয়েতে স্ত্রীকে কাঁধে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় অটোচালককে তাদের নিয়ে যাওয়ার কথা বললে তিনি যেতে অস্বীকৃতি জানায়। পরে অর্থের অভাবে অন্য গাড়ি ভাড়া করতে পারেননি।
স্থানীয়রা এ দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে।
ওড়িশার কোরাপুট থেকে এডে সামুলু তার অসুস্থ স্ত্রী এডে গুরুকে বিশাখাপত্তনমের সাঙ্গিভালাসার একটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ডাক্তার তাকে চিকিৎসা না দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। কারণ প্রাথমিক চিকিৎসায় তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন: গম রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াতে পারে ভারত
এরপরই স্বামী এডে সামুলু অটোরিকশা ভাড়া করেছিলেন। হাসপাতাল থেকে ১৩০ কিলোমিটার দূরে ছিল তার বাড়ি। তবে বাড়ি ফেরার মাঝ পথে স্ত্রী মারা যায়। এরপরই রিকশা চালক ভাড়া চেয়ে বসেন। কিন্তু ভাড়া পরিশোধ করতে না পারায় তাদের নামিয়ে দেয়া হয়।
তারপর স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে হাটতে শুরু করেন তিনি। এ ঘটনা স্থানীয়রা দেখার পর পুলিশকে জানায়, পুলিশ এসে ১০ হাজার টাকা সংগ্রহ করে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। সূত্র: এনডিটিভি