ফুটবলের রাজা পেলে চির নিদ্রায়। তার বিদায়ে ফুটবল অঙ্গনসহ পুরো ক্রীড়া জগতে নেমেছে শোকের ছায়া।
এই কিংবদন্তিকে তাই বিশ্বের প্রতিটি কোণায় অমর করে রাখতে প্রতিটি দেশে পেলের নামে অন্তত একটি করে স্টেডিয়াম রাখার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি। ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে যে পেলে কে ছিলেন।
প্রসঙ্গত, ব্রাজিলের সেরা খেলোয়ার ছিলেন পেলে। তিনি ক্যারিয়ারে হাজারেরও বেশি গোল করেছেন এবং তিনটি বিশ্বকাপ জিতেছেন। গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সূত্র: দ্যা গার্ডিয়ান।