লাইসেন্স হাতে পাওয়ার ছয় বছর আগেই লাইসেন্স এর মেয়াদ শেষ

দুই বছর আগে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন রাজশাহীর ট্রাকচালক নাহিদ হোসেন। দীর্ঘ প্রতিক্ষার পর তিনি তার লাইসেন্স পেয়েছেন বটে। কিন্তু কপালে চিন্তার ভাজ। সদ্য পাওয়া লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে আরও ছয় বছর আগে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নাহিদ তার ড্রাইভিং লাইসেন্সটি হাতে পান। ২০২১ সালে তিনি লাইসেন্সের আবেদন করেন। অথচ স্মার্ট লাইসেন্স কার্ডে এর প্রদানের তারিখ লেখা আছে, ২০১১ সালের ১৩ অক্টোবর। আর মেয়াদ উত্তীর্ণের তারিখ ২০১৬ সালের ১২ অক্টোবর। অর্থাৎ লাইসেন্স হাতে পাওয়ার আগেই এর মেয়াদ শেষ হয়ে গেছে।

নাহিদ জানান, লাইসেন্স করার সময় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে কাগজের হাতে লেখা লাইসেন্স দেওয়া হয়। দীর্ঘ দিন ধরেও স্মার্ট লাইসেন্স প্রিন্ট না হওয়ায় পাঁচবার তাকে কাগজের লাইসেন্সের মেয়াদ বাড়াতে হয়েছে রাজশাহী বিআরটিএ অফিসে গিয়ে।

কিছু দিন পরপরই এর মেয়াদ শেষ হওয়ার কারণে সড়কে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অবশেষে স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে দেখে তিনি খুশি হয়েছিলেন। কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ভুল দেখে এক মুহূর্তে সেই খুশি বিলীন হয়ে যায়।

বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) আব্দুল খালেক জানান, প্রিন্টের ভুলের কারণে এটা হয়েছে। নাহিদের কার্ডটি নতুন করে প্রিন্ট করে দেওয়া হবে।