আইপিএল খেলতে সকালে চার্টার্ড ফ্লাইটে ভারত যাচ্ছেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় ভারতে উড়াল দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। কোনো নিয়মিত ফ্লাইটে নয়, মুস্তাফিজ ঢাকা থেকে দলের উদ্দেশে উড়াল দেবেন চার্টার্ড ফ্লাইট অর্থাৎ ভাড়া করা বিমানে।

গত আসরের মতো এবারও দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন মুস্তাফিজ। টেস্টের চুক্তিতে না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট খেলার বাধ্যবাধকতা নেই তার, বোর্ড থেকে পেয়ে গেছেন এনওসি। দলে যোগ দিতে তাই বিলম্ব করছেন না।

দিল্লী ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ম্যাচের আগেই দলে যোগ দিয়ে দেবেন বলে খেলার সম্ভাবনা আছে মুস্তাফিজের। ৪ এপ্রিল ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে দিল্লী, সে ম্যাচে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।

এবার দিল্লী ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি, যিনি বাংলাভাষী বলে ভাষাগত দিক থেকে সুবিধা হবে মুস্তাফিজের। সৌরভ ছাড়াও মুস্তাফিজের জন্য স্বস্তির বড় কারণ হতে পারেন ডেভিড ওয়ার্নার, যিনি এবার নেতৃত্ব দেবেন দিল্লীকে। ২০১৬ আইপিএলে ওয়ার্নার নেতৃত্ব দিয়েছিলেন হায়দরাবাদকে, আর তাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। সেই থেকেই মূলত জমে ওঠে ওয়ার্নার-মুস্তাফিজের জুটি।

যদিও মুস্তাফিজকে একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে লড়াই করতে হবে দুই প্রোটিয়া ক্রিকেটার এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডির সাথে। আপাতদৃষ্টিতে নরকিয়াই একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও চোটের কারণে আসরের শুরুতে কিছু ম্যাচে অনিশ্চিত তিনি।