নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ক্রিকেটার সন্দ্বীপ লামিচান

অবশেষে নেপালের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সন্দ্বীপ লামিচান। এই লেগ স্পিনারকে দেওয়া হয়েছিল দেশটির অধিনায়কত্বের দায়িত্বও।

তবে লামিচানের বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ ওঠার পর তাকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল নেপাল বোর্ড।

এদিকে বিশ্বকাপের লিগ টু ত্রিদেশীয় সিরিজের আগে লামিচানকে ‘মুক্তি’ দেওয়া হয়েছে। নেপাল ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার ব্রিতান্ত খানাল জানান, আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনেই লামিচানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নেপাল জাতীয় দলের বিদেশ সফরের ক্ষেত্রে আলাদা করে আদালত থেকে অনুমতি নিতে হবে।

এর আগে গত বছর লামিচানের বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী। নেপালের গুয়াশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে মামলাটি করা হয়। পরে লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, জেলও কাটেন তিনি।

গত ২০১৮ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন লামিচান। ২২ বছর বয়সী এই তারকা খেলেছেন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএলের মতো বড় বড় টি-টোয়েন্টি লিগে। নেপালের জার্সিতে লামিচান মাত্র ৩০টি ওয়ানডেতেই শিকার করেছেন ৬৯ উইকেট। ৪৪টি আন্তর্জাজিক টি-টুয়েন্টিতে তিনি নিয়েছেন ৭৮ উইকেট।