ছেলেকে নিয়ে রাজের স্ট্যাটাস, কোথাও নেই পরীমণি

গেল বছরের শুরু থেকেই সংসার নিয়ে আলোচনায় ছিলেন পরীমণি ও শরিফুল রাজ। বছর জুড়েই তাদের প্রেমের খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পরী।

সেটা কখনও ছবি শেয়ার করে, কখনো স্ট্যাটাসে। কিন্তু বছরের শেষটা ভালো হলো না তাদের। ভালো হলো না নতুন বছরের শুরুটাও।

রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি- দুদিন আগে এমন ইঙ্গিতই দিয়েছিলেন পরীমণি। রোববার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা।

তবে বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই চুপ রাজ। পরীকে জড়িয়ে তিনি কোনো সাড়াশব্দ না করলেও তাদের পাঁচ মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়ে নতুন বছরের প্রথম দিন একটি ছবি পোস্ট দিয়ে আবেগঘন কিছু কথা লিখেছেন রাজ। সেইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পুত্রকে কোলে তুলে হাসিমুখে ছবি দিয়ে।

‘পরাণ’-খ্যাত এই নায়ক লিখেছেন, আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর এবং সামনের বছরগুলো দারুণ কাটুক। তোমার সু-স্বাস্থ্য কামনা করছি। সামনের বছরগুলো আনন্দ উল্লাসে কাটাও। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ থাকবে।

রাজ্যকে উদ্দেশ করে শরিফুল রাজ আরও লেখেন, তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন কখনই বাবার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না।

২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। ওই বছর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা।

এর আগে পরীমণি একাধিকবার বিয়ে করলেও এটি ছিল রাজের প্রথম বিয়ে। ১০১ টাকা দেনমোহরে জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বর্তমানে তার বয়স পাঁচ মাস।

এদিকে, রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি দুদিন আগে প্রকাশ্যে আনেন পরী। রোববার বিকেলে এ বিষয়ে তিনি জানান, শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না।

রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরীমণি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে (চেষ্টা) টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। শ্রেফ বিষ্ঠা হয়ে যায়।

সন্তানের কথা উল্লেখ করে পরী বলেন, রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও (রাজ্য) বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যেই আলাদা হয়ে গেলাম।