দেশের মেট্রোরেলের একাংশ গত বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে গণপরিবহনের নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত হয় স্বপ্নের মেট্রোরেল।
মেট্রোরেল পরিষেবা চালু হওয়ার পর থেকে মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রতিদিনই অনেক মানুষ মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা নেয়ার জন্য হাজির হচ্ছেন রাজধানীর আগারগাঁও ও দিয়াবাড়ির স্টেশনে। এবার দেখা গেল ক্ষুদে তিন শিশুকে। যারা গত ৬ দিন টাকা জমিয়েছেন শুধু মেট্রোরেলের টিকিট কেনার জন্য।
রোববার (১ জানুয়ারি) তিন শিশু মেট্রোরেল ভ্রমণ করেন। এ সময় তারা জানান, তালতলা থেকে এসেছেন তারা।
নাঈম নামের এক শিশু বলেন, মা প্রতিদিন ১০ টাকা করে দিত। গত ৬ দিনে জমানো ৬০ টাকা নিয়ে এসেছি এখানে।
এছাড়া আকাশ নামের শিশু বলেন, আমাকে মা একটু বেশি বেশি টাকা দেয়। আমার কাছে এখনো আরও কিছু টাকা রয়েছে।