দেশের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দু’জনেই ঢাকা ও কলকাতায় সমান তালে কাজ করছেন। সম্প্রতি এ দুই অভিনেতা নতুন একটি টেলিছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
এ টেলিছবির নাম ‘আমার কোনো ভিউ নাই’। এটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এ টেলিছবির গল্পটি শুনে ভালো লেগেছে।
সেজন্য অতিথি হিসাবে এতে আমাকে দেখা যাবে। ভালো একটি কাজ হবে আমার বিশ্বাস। চঞ্চল চৌধুরী বলেন, কাজটি ভালো হয়েছে বলেই কাজ করেছি। অতিথি চরিত্র হলেও আনন্দ পেয়েছি শুটিং করে।
বিজ্ঞাপন
দর্শকরাও বিনোদিত হবেন। এ টেলিছবিটি শিগগিরই প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে এ দুই অভিনেতা দেশ ও দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ঈদুল ফিতর উপলক্ষে একাধিক নাটকের কাজ করছেন তারা। শুধু তাই নয়, দু’জনেই তারা চুটিয়ে কাজ করছেন ওটিটি প্ল্যাটফরমে।