আমি খেলোয়াড় হলে বিপিএল না খেলে আইপিএলে যেতাম: সুজন

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। এরই মধ্যে দলগুলো তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএল। একই সময় চলবে দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ ও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ লিগ।

নামীদামী খেলোয়াড়রা বিপিএল ফেলে ওই দুই লিগকেই বেছে নিয়েছেন। কারণ সেসব জায়গায় পেশাদারিত্ব আর অর্থের পাশাপাশি আইপিএল দলের নজরে পড়ার সুযোগ আছে।

আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন স্বীকার করে নেন যে, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিপিএল।

সুজন বলেন, ‘পেশাদারিত্বের দিক থেকে আমরা খুবই ভালো ছিলাম, আইপিএলের পরই আমরা ছিলাম। তবে এখন অনেকে ভালো করছে, আমাদের ছাড়িয়ে যাচ্ছে। ড্রাফট থেকে যারা আসছে আমরা তেমন ভালো খেলোয়াড় পাইনি। দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের ঐ দুই টুর্নামেন্টে দলগুলো আইপিএল-কেন্দ্রিক। সবারই একটা লক্ষ্য থাকে আইপিএল খেলার। ওসব টুর্নামেন্ট খেলতে গেলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজরে পড়ার সুযোগ থাকে। ‘

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ আরও স্বীকার করে নেন যে, এই সময়ে তিনি খেলোয়াড় থাকলে বিপিএলের বদলে আইপিএলকেই বেছে নিতেন। সুজনের ভাষায়, ‘আইপিএলের মতো তো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই। আমি খেলোয়াড় হলে আমিও এই টুর্নামেন্ট (বিপিএল) না খেলে ওই টুর্নামেন্টে যেতাম, এটা খুবই স্বাভাবিক। এটার কারণেই আমরা একটু পিছিয়ে যাচ্ছি। ভারতের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। ‘