চিত্রনায়িকা তমা মির্জা সিনেমার পাশাপাশি এখন ওয়েব দুনিয়ায় বেশ সরব। রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘৭ নাম্বার ফ্লোর’-এ তার অভিনয় আলোচনায় আসে।
সবশেষ ওয়েব প্ল্যাটফরম চরকির ‘ক্যাফে ডিজায়ার’ এ দেখা গেছে তাকে। এখানেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এদিকে তমা মির্জার হাতে রয়েছে আরও বেশকিছু সিনেমা ও ওয়েবের কাজ। এই মুহূর্তে এ নায়িকা রয়েছেন দুবাইয়ে। মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলেও এখন দুবাই ঘুরে বেড়াচ্ছেন তমা।
১৫ই জানুয়ারি দুবাইয়ের আজমানে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’- অনুষ্ঠানে অংশ নিয়েছেন তমা। এখানে আরও অংশ নিয়েছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, রায়হান রাফি প্রমুখ।
তমা দুবাই থেকে বলেন, শো নিয়ে ব্যস্ত ছিলাম ১৬ তারিখ পর্যন্ত। এখন ঘুরে বেড়ানোর পালা। তাই দুবাইয়ের বিভিন্ন স্থানে ঘুরছি। খুব ভালো লাগছে। উপভোগ করছি সময়টা। আসলে শুটিং নিয়েই তো বছরব্যাপী ব্যস্ত থাকতে হয় তাই সেভাবে নিজেকে সময় দেয়া হয়ে উঠে না। এখন সুযোগ পেয়েছি। একটু ঘুরছি আর ছবি তুলছি। অন্যরকম সময় কাটছে এখানে।