পাকিস্তানের টিকটক তারকা হারিম শাহ’র আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই প্রতিটি ভিডিওগুলো খুবই ব্যক্তিগত। এই টিকটক তারকা সেই ভিডিওগুলোতে পোশাকহীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, কয়েকদিন আগেই পাকিস্তানের এই টিকটক তারকার ভিডিওগুলো ভাইরাল হয়। হারিম বর্তমানে মরোক্কোর বাসিন্দা। এর আগে তিনি নানা কারণে বেশ কয়েক বার বিতর্কের মুখে পড়েছেন। একবার তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে ঝামেলায় জড়িয়ে পড়েন।
বেশ কিছু দিন ধরে তিনি কোনও বিতর্কে জড়াননি। কিন্তু টিকটকের কারণে তার জনপ্রিয়তা বাড়ছিল। এরইমধ্যে আবার হাজির নতুন বিতর্ক। তার
এদিকে হারিম দাবি করেছেন, নিজের পোশাকহীন ভিডিওগুলো তিনি নিজের জন্যই রেকর্ড করেছিলেন। সেই সময়ে তার সঙ্গে থাকতেন দুই বান্ধবী সানদাল এবং আয়েশা নাজ। তার অভিযোগ, এই দুই বান্ধবীই সেই সময়ে তার ফোন থেকে ওই ভিডিওগুলো ট্রান্সফার করে নিয়ে নেন। তারাই নাকি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় বান্ধবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন এই টিকটক তারকা।
এসবের কারণে বিরাট জটিলতায় পড়েছে হারিম শাহ। টিকটকের কারণে হারিমের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে। তার রূপে ভক্তরা মুগ্ধ। এমন সময় হারিমকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক আবার তাকে ঝামেলায় ফেলল। সূত্র: হিন্দুস্তান টাইমস।