পড়াশোনায় সঠিক সাফল্য পেতে গেলে দরকার পরিশ্রম এবং অদম্য জেদের। আর এগুলিকে সম্বল করেই পাওয়া যায় চূড়ান্ত সাফল্য। পাশাপাশি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করেইতৈরি করে নেওয়া যায় এক অনন্য উত্তরণের কাহিনি। যা বর্তমানে করে দেখিয়েছে আমিশা।
মূলত, ইতিমধ্যেই হরিয়াণা বোর্ড অফ স্কুল এডুকেশন (HBSE) দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে।যেখানে দেখা গিয়েছে বহু শিক্ষার্থী ভালো নম্বর নিয়ে পাশ করেছে।
তবে, সবাইকে কার্যত চমকে দিয়েছে আমিশা। তার প্রাপ্ত নম্বর শুনে অবাক হবেন সকলেই। শুধু তাই নয়, হরিয়াণার
ভিওয়ানির মাধনা গ্রামের বাসিন্দা আমিশা সংশ্লিষ্ট পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। জানা গিয়েছে যে, আমিশা ভিওয়ানির ইশরাবাল পাবলিক স্কুলের ছাত্রী।
তার বাবা বেদ প্রকাশ হরিয়ানা রোডওয়েজে একজন কন্ডাক্টর হিসেবে কর্মরত রয়েছেন।
পাশাপাশি মা সুনিতা হলেন একজন গৃহিণী। এমতাবস্থায়, আমিশা তার সাফল্যের কৃতিত্ব পুরোটাই বাবা-মাকে দিয়েছেন। পাশাপাশি, তার শিক্ষক-শিক্ষিকাদের অবদানের প্রসঙ্গও তুলে ধরেছে সে।