তাদেরকে হেদায়েত করো, না হলে মাটিতে মিশিয়ে দাও: হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম ঝড় থামছেই না। বগুড়ায় দুই আসনে উপনির্বাচনে অংশগ্রহনের পর তাকে নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব থেকে শুরু করে সাধারণ শ্রেণির মানুষ।

বগুড়া-৪ আসন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর হিরো আলম দাবি করেছেন, ভোট সুষ্ঠু হয়েছে। তবে ফলাফল সুষ্ঠু হয়নি। তিনি হারেননি, তাকে হারানো হয়েছে। এ বিষয়ে আদালতে যাওয়ারও ঘোষণা দেন।

এরই মধ্যে সোমবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে আল্লাহর কাছে অবহেলাকারীদের জন্য হেদায়েত চেয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে হিরো আলম লেখেছেন, ‘উপরওয়ালাকে বলছি, হে আল্লাহ পাক রব্বুল আল-আমিন, যারা আমাকে অবহেলা করে তাদেরকে হেদায়েত দান কর, না হলে মাটির সঙ্গে মিশিয়ে দাও। মাটির সঙ্গে মিশে গিয়ে তারা বুঝুক কিসের এতো অহংকার ছিল তাদের।’

এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটগ্রহণে বগুড়া-৪ আসনে ১৯ হাজার ৫৭১ এবং বগুড়া-৬ আসনে ৫ হাজার ২৭৪ ভোট পান হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে জয়ী হন। অর্থাৎ, হিরো আলম ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এদিকে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক লাইভে এসে প্রধানমন্ত্রীর কাছে বিচার রাখেন হিরো আলম।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে বলব, সবার বিচার তো আপনি করেন। আমিও আপনার কাছে বিচার দিলাম, আমার ভোট সুষ্ঠুভাবে হলো কিন্তু ফলাফল সুষ্ঠু হলো না কেন? আমি এর বিচার চাই।