বাংলাদেশে অর্থ বরাদ্দ বন্ধ করে দিল ফিফা

অবশেষে বাংলাদেশে অর্থ বরাদ্দ দেয়া বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে’র পারিশ্রমিক

এখনো বুঝিয়ে না দেয়ায় বন্ধ হয়ে গেলো বাংলাদেশে ফিফার ডেভেলপমেন্ট খাতের অর্থ বরাদ্দ। ২৭ ডিসেম্বর পাওনা বুঝিয়ে দেয়ার ডেডলাইন থাকলেও পেরিয়েছে দেড় মাস। সুদ সমেত জরিমানা প্রতিদিন বাড়ছে।

অর্থ সঙ্কটের কথা স্বীকার করেছে বাফুফে। ব্যাংক ঋণ নিয়ে সঙ্কট কাটানোর কথা বলেছেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। আরও একবার ফিফার কাঠগড়ায় ফুটবল ফেডারেশন।

এবার বাংলাদেশের সাবেক কোচ জেমি ডেকে তার পাওনা বুঝিয়ে না দিয়ে। ইংলিশ কোচকে তার পাওনা বুঝিয়ে দেয়ার শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর ২০২২।

কিন্তু এখনও টাকা পাননি জেমি ডে। ২২ সেপ্টেম্বর ২০২১। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের একক সিদ্ধান্তে নিরবে ঢাকা ছাড়েন ইংলিশ কোচ। তখনো চুক্তির ১১ মাস বাকি। সেই মেয়াদ শেষের দু’মাস পর ২০২২ এর অক্টোবরে পাওনা চেয়ে ফিফার দ্বারস্থ হন বাংলাদেশের সাবেক কোচ।

এরপর সিদ্ধান্ত আসে জেমির পক্ষে। জরিমানা দিতে হবে প্রায় কোটি টাকা। আপিল করেও লাভ হয়নি ফেডারেশনের। ২৭ ডিসেম্বরের ডেডলাইন মানতে না পেরে উল্টো আরও বিপাকে। বন্ধ হয়ে গেছে ডেভলপমেন্ট খাতে ফিফার অনুদান। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেমি ডে।