পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে যারা বলিউডে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম সাবা কারাম। বলিউডের প্রয়াত তারকা ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় কাজ করেছেন তিনি। এই সিনেমা দিয়ে বেশ পরিচিতি পান তিনি।
সম্প্রতি সাবার একটি পুরনো ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে তিনি জানান, সালমান খান রাজি থাকলেও, তিনি তার সঙ্গে কাজ করতে রাজি হবেন না। শুধু তাই নয়, বলিউড ‘ভাইজান’ নাকি তার চোখে ‘ছিছোড়া’ (ছ্যাঁচড়া)।
ভারতে ‘হিন্দি মিডিয়াম’-এর সাফল্যের পর নিজ দেশে এক সাক্ষাৎকার সাবা বলিউড অভিনেতাদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেই তালিকায় ছিলেন সালমান খান, রণবীর কাপুর, রীতেশ দেশমুখ, ইমরান হাশমি। সে দেশের ওই টক শোতে তাকে জিজ্ঞেস করা হয়, এদের মধ্যে থেকে যদি কাজ ও প্রেমের প্রস্তাব পান, তবে কাকে তিনি ‘হ্যাঁ’ বলবেন আর কাকে তিনি ‘না’ করবেন।
প্রথমেই আসে সালমানের নাম। তখনই সাবা বলেন, ‘ও ভীষণ অন্যরকম, কোরিওগ্রাফারের কথা শোনে না, নিজের মতো করে সবটা।’
রীতেশ দেশমুখকে বি-গ্রেড অভিনেতা বলেন সাবা। ইমরান হাসমি সম্পর্কে বলেছিলেন, ‘ওর সঙ্গে থাকলে মুখের ক্যানসার হবে।’ এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকে ভারতে সাবার নিন্দায় সরব হন সালমানের অনুরাগীরা।
এছাড়াও তার বিভিন্ন মন্তব্যে জন্য নিন্দিত হন সাবা। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। তিনি জানান, ভারতীয় সিনেমার প্রতি ও সেখানকার শিল্পীদের প্রতি তার সম্মান রয়েছে। যা বলেছেন সবটাই মজার ছলে।