বছরের শুরুতেই একসঙ্গে দুই সুখবর দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
একটি হচ্ছে, সুপারহিট কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যটি, তার প্রথম সিনেমার নতুন মুক্তির তারিখ জানিয়েছেন।
জানা গেছে, কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র বাংলা ডাবিংয়ে কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। শিগগিরই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে সিরিজটি বাংলায় মুক্তি পাবে।
ফারিণ জানিয়েছেন, তার অভিনীত ভারতের পশ্চিমবঙ্গের অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ ভারতে মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি। এটি গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য।
দুটি খবর জানিয়ে ফারিণ বলেন, ‘প্রথমবার অন্যের জন্য ডাবিং করলাম। দারুণ অভিজ্ঞতা। ‘আরও এক পৃথিবী’ সিনেমার মুক্তি নিয়েও ভীষণ উচ্ছ্বসিত। ইচ্ছা আছে সিনেমার প্রচারণায় কলকাতা যাওয়ার।’