২ টাকায় সয়াবিন তেল কিংবা ৫ টাকায় পেঁয়াজ। আবার ১৫ টাকায় ইলিশ বা ২৫ টাকার মাংস। শুনতে অবিশ্বাস্য লাগলেও এভাবে পণ্য বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার বুকে একটি দোকানে।
চড়ামূল্যের বাজারে যার যতটুকু প্রয়োজন, অল্প টাকায় ততটুকু পণ্য কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। ঢাকার উত্তরার দক্ষিণখানের মুদি দোকান পাটোয়ারি স্টোরে মিলছে এসব পণ্য।
যেখানে ছোট ছোট প্যাকেটে টেবিলের ওপর সাজিয়ে রাখা প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বাজার মূল্য অনুযায়ী। মশলা, শুঁটকিসহ সব খাদ্যসামগ্রী কেনা যাবে, ঠিক যতটা প্রয়োজন।
ক্রেতারা জানালেন, কেজি হিসেবে অন্য কোথাও থেকে কিনতে চাইলে সবসময় সাধ্যে কুলায় না। আবার অল্প করে কিনতে চাইলে সংকোচও লাগে। এছাড়া অনকে দোকানদার বিক্রিও করতে চান না। সে হিসেবে পাটোয়ারি স্টোর থেকে প্রয়োজন বা সাধ্য অনুযায়ী পণ্য কেনা যাচ্ছে।
প্রয়োজন যতটুকু, কিনুন ঠিক ততটুকু— এ স্লোগানে দক্ষিণখানে মুদি ব্যবসা শুরু করেন শাহাদাত হোসেন জুয়েল। অপচয় রুধে তার দোকানের প্রতিটি জিনিসই নিঃসংকোচে বিক্রি হচ্ছে ক্রেতার চাহিদা অনুযায়ী।
শাহাদাত হোসেন জুয়েল বলেন, দোকানে যত পণ্য আছে, সবগুলোই ক্রেতারা চাহিদা ও সাধ্যমতো কিনতে পারবেন।
করোনায় পেয়াজের দাম যখন লাগাম ছাড়া, তখন এক কেজি পেয়াজ কিনতে হিমশিম খেতো নিম্নবিত্ত মানুষেরা। সে সময় নিত্তপণ্য মানুষের হাতে নাগালের মধ্যে নিয়ে যাওয়ার তাড়না থেকেই ভাইয়ের ব্যবসা ছেড়ে শুরু করেন নিজের ব্যবসা। জুয়েলের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। ইতোমধ্যে এলাকায় তার পরিচিতি মিলেছে গরীবের বন্ধু হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাড়াও পড়েছে বেশ।