বিচ্ছেদের বিরহে হয়তো আর নেই চিত্রনায়িকা পরীমনি। খোশ মেজাজে চালিয়ে যাচ্ছেন নিজের আসন্ন সিনেমার প্রচারণা।
অনলাইন-অফলাইন সর্বত্রই এখন পরীমনির সংবাদ। তবে তার সংবাদ থেকে সরে যাচ্ছেন শরীফুল রাজ। ফেসবুকে পরীমনির সর্বশেষ স্ট্যাটাসে রয়েছে আনন্দে ভরা একটি ভিডিও।
যার ক্যাপশনে লিখেছেন ‘রাগ কইরো না এতো আর দেখো তোমার শাড়ি পরছি। সুন্দর লাগতেছে না বলোতো?’
বুধবার মধ্যরাতে এই স্ট্যাটাসি দেন পরীমনি। সঙ্গে প্রকাশ করেন একটি ভিডিও। সেখানে একটি শাড়ি পরে হাতে ফুল নিয়ে হাসি মুখে বেশ উচ্ছ্বাস দেখাচ্ছেন পরী। সেই সঙ্গে বাজছে- অ্যাডভেঞ্চার সুন্দরবনের ‘ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসি’ গানের কিছু লাইন।
ওই স্ট্যাটাসে মূলত ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খানকে মেনশন দিয়েছেন পরী। তার ডিজাইন করা শাড়ী পরেছেন বলেই হয়তো তাকে দেখতে বলেছেন ভিডিওটি। ভিডিওটি ইতিমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।
আগামী ২০জানুয়ারি মুক্তি পাবে পরীমনি ও সিয়াম অভিনীত অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমাটি। আপাতত বিচ্ছেদের সকল যাতনা থেকে দূরে গিয়ে ক্যারিয়ার নিয়েই এগোচ্ছেন পরী।