বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম ম্যাচে সহজ জয়ে শুভ সূচনা করেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪৫ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।
শুরুতে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৮৯ রান তুলতে পারে চট্টগ্রাম। মাত্র ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৫ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে সিলেট। শান্ত ৪১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন।
মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় সিলেট। তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটার কলিন অ্যাকারম্যান মাত্র ১ রান করে ফেরেন মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে। এরপর অবশ্য আর পা হড়কায়নি সিলেট। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আকড়ে রাখেন। আর তাকে সঙ্গ দিতে আসেন জাকির হাসান। দ্বিতীয় উইকেটে এই জুটি ৬৩ রান তুললে জয় হাতের মুঠোয় চলে আসে সিলেটের।
তবে জয় থেকে মাত্র ১৫ রান দূরে থাকতে পুশপাকুমারের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন জাকির হাসান। আউট হওয়ার আগে ২১ বলে দুটি চার আর একটি ছয়ে ২৭ রান করে ফেরেন জাকির। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরা মাঠ ছাড়েন শান্ত। মুশফিক ৮ বলে ৬ রান করেন। আর ১৩তম ওভারে জয় তুলে নেয় সিলেট।