মঞ্চে উঠেই সবাইকে নামিয়ে দিলেন হিরো আলম। বললেন, ‘সবাই নেমে যান। আমরা এর আগে মঞ্চ ভেঙে পড়ার ভিডিও দেখেছি। তাই আমাদেরও যাতে সে রকম না হয়, সে জন্য অতিরিক্ত মানুষকে মঞ্চ থেকে নামতে হবে।’
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এম মখলিছুর রহমানের কাছ থেকে উপহারের গাড়ি আনতে গিয়ে এ কথা বলেন হিরো আলম।
মঙ্গলবার বিকেলে শিক্ষকের কাছ থেকে গাড়ির কাগজপত্র ও চাবি গ্রহণ করেন হিরো আলম। অনুষ্ঠানে হিরো আলমকে সম্মাননাও প্রদান করা হয়।
হিরো আলমের আগমন উপলক্ষে নরপতি গ্রামের মখলিছুর রহমানের বাড়ির সামনে ছিল সাজ সাজ রব। বেলা আড়াইটায় হিরো আলম অনুষ্ঠানস্থলে আসেন। তিনি একটি গাড়িতে হবিগঞ্জ পৌঁছলে সেখানে অপেক্ষারত মখলিছুর রহমান হিরো আলমকে জড়িয়ে ধরেন। এ সময় হিরো আলমকে আবেগে বারবার চুমু খান তিনি।
গাড়ির চাবি গ্রহণ করে বলেন, ‘ভালোবাসার উপহার গাড়ি গ্রহণ করলাম। কিন্তু আমার গাড়ি আছে। কিন্তু এখানে এসেছি ভালোবাসার টানে। এই ভালোবাসার উপহার আমি গ্রহণ করেছি। তবে গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের জন্য ব্যবহৃত হবে।’
শিক্ষক এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে আমার ভাই এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে গাড়ি দেওয়ার ঘোষণা দিই। এরপর মিডিয়ায় আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়। আজ হিরো আলম এসে সব কিছুর জবাব দিয়েছেন।’
এর আগে ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চ অনুষ্ঠান চলাকালে অতিথিদের নিয়ে ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে যাওয়ার সময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঞ্চ ভেঙে যাওয়ায় ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান প্রায় সব নেতাকর্মী পড়ে যান।