৮ বছর পর খুলে দেওয়া হলো যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ

অবশেষে দীর্ঘ আট বছর অর্থাৎ ২ হাজার ৯২০ দিন বন্ধ থাকার পর ফের খুলে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ। ২০১৫ সালে অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায় এটি।

গত শনিবার জাতীয় শান্তি সিম্পোজিয়ামে একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মসজিদটি খুলে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের পর মসজিদে ব্যাপক ক্ষতি হয়।

এর পর এটি পুনরায় নির্মাণ করা হয়। এতে খবর হয় ১৯৬ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। পাঁচতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে দুটি হল রুম। এছাড়া অতিথিদের অভ্যর্থনা জানাতে নির্মাণ করা হয়েছে অতিথি শালা। মসজিদটি নির্মাণে যে পাথর ব্যবহার করা হয়েছে তা পর্তুগাল থেকে আনা হয়েছে।

এর প্রতিটি কলাম ২০ মিটার লম্বা। এছাড়া মসজিদটিতে বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। যার মধ্যে শিশু কার্যক্রম পরিচালিত একসঙ্গে ১৩ হাজার মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন মসজিদটি ২০০৩ সালে লন্ডনের দক্ষিণাঞ্চলের জেলা মর্ডানে নির্মাণ করা হয়।

এটি নির্মাণ করেন আহমাদিয়া কমিউনিটি। এর পর ২০১৫ সালে মসজিদটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩০ ঘণ্টা ধরে এতে আগুন জ্বলতে থাকে। ফলে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সূত্র: দ্য সিয়াসত ডেইলি