বিয়ের জন্য কাতার থেকে এসে মায়ের ইফতারি কিনতে বের হয়ে লাশ হলেন সুমন

মায়ের জন্য ইফতার আনতে গিয়ে গুলিস্তান এলাকায় বিস্ফোরণে সুমন নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত সুমন গুলিস্তানের বংশালের সুরিটোলার বাসিন্দা।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

সুমনের মা সালমা জানান, সুমন ১০ দিন আগে কাতার থেকে বাংলাদেশে আসেন। বিকেলে ইফতার আনার জন্য গুলিস্তান এলাকায় যায় সে। এ সময় বিস্ফোরণ ঘটলে সুমন গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।

এদিকে গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত শতাধিক। যাদের নেয়া হয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে। নর্থ সাউথ রোডের ১৮০ বাই ১ ঠিকানার সাত তলা বাণিজ্যিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায় নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
হতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, হতাহতের বিষয় এখনই বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।