খাগড়াছড়ি জেলার পানছড়িতে এইচএসসি পরীক্ষায় মা-মেয়ে ও মা-ছেলে উত্তীর্ণ হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষার ফল প্রকাশ হওয়ার এই তথ্য পাওয়া যায়।
ইসরাত জাহান এবার খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ-৪.০০ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার মা রাবিয়া আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ-৩.৮৯ পেয়ে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন।
এদিকে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে পাস করেছে। তার মা মানিক পুতিচাকমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দীঘিনালা কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৬৭ পেয়েছেন।
এ বিষয়ে সুমেন চাকমা জানান, আমি যখন পড়ার টেবিলে বসতাম তখন মা-ও আমার সঙ্গে পড়তেন। আগে থেকেই লেখাপড়ার প্রতি মায়ের প্রবল আগ্রহ ছিল। এ কারণে আমার পড়াশোনার আগ্রহ বেড়েছে। বলতে পারেন, মা আমার অনুপ্রেরণা।