দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে বিচ্ছেদের পর স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে বিস্তর অভিযোগ ছিল ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের।
সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগ তিনি তুলে ধরেছিলেন। তবে ওটইসব অভিযোগের জন্য এখন অনুতপ্ত বলে জানিয়েছেন তিনি। এজন্য ক্ষমা চাইতেও চান এই নায়িকা।
শুধু তাই নয়, বিচ্ছেদ হলেও সাবেক স্বামীর প্রশংসাও করেন তিনি। জানিয়েছেন, চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান পাশে না থাকলে তিনি আজকের এই অপু বিশ্বাস হতে পারতেন না। তার ক্যারিয়োরের ৮০ ভাগ কৃতিত্ব দিতে চান অপু বিশ্বাস। সম্প্রতি বইমেলা উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক আড্ডায় অপু বিশ্বাস এসব কথা বলেন।
ওই আড্ডায় অপু বিশ্বাস বলেন, “ আসলে যখন কথাগুলো বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভাল মানুষ। আমি ভাগ্যবান ওদের পেয়েছি, আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন তারাই।”
শুধু শ্বশুরবাড়ি না এখন সাবেক স্বামী শাকিব খানের প্রশংসায়ও পঞ্চমুখ অপু। বলেন, ‘আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।”
ছেলেকে কীভাবে দেখাশোনা করছেন? এমন প্রশ্নের জবাবে নায়িকার সরাসরি উত্তর, “আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। এক সঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে এভাবেই চলছে।”
আপনারা কি বিবাহিত-এমন প্রশ্নের জবাবে স্মিত হাসি দিয়ে রহস্যময় জবাব দিয়েছেন অপু বিশ্বস। বলেন, “ সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।”
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল রাজধানীর গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। তবে বিয়ের খবর প্রকাশ পায় ১০ বছর পর। বেসরকারি একটি টেলিভিশনে এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশ করেন অপু। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর একমাত্র সন্তান জয় অপু বিশ্বাসের সাথে থাকে।