হবিগঞ্জের চুনারুঘাট থেকে উপহার পাওয়া গাড়িটি অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে বগুড়া মেডিক্যাল কলেজের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে এই অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হবে।
কবে নাগাদ এই অ্যাম্বুল্যান্স সেবার কার্যক্রম শুরু হবে—গতকাল দুপুরে মুঠোফোনে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিছুটা মেরামত করতে হবে।
তাছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এই বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুল্যান্সসেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।
এ সময় তিনি জানান, হবিগঞ্জে এসে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও আসার ইচ্ছা রয়েছে। এখানে মানবসেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় এখানে এসে কাজ করেছেন বলে জানান তিনি।