১৮ জনের মধ্যে এক জন পাস, কলেজে ‘গর্বিত’ অধ্যক্ষের ভোজনের আয়োজন!

এবার জামালপুরের বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজে ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে একজন পাশ করায় কলেজ ক্যাম্পাসে ভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ।

এ বিষয়টি নিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে আলোচনা চলছে। জানা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় ৫টি কলেজ রয়েছে। ৫টি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার্থীরা।

এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহেলা কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২২ সালে ১৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

তাদের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পাশ করেছে একজন। পাশের হার ৫.৫৫%। একজন পরীক্ষার্থী পাশ করায় কলেজের অধ্যক্ষ আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বর্নিল বনভোজনের আয়োজন করেছেন।

এ ব্যাপারে রাহেলা কাদির স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন বলেন, ‘সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভিতরে বনভোজনের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের কলেজ, কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল খারাপ করার পরেও তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।