রমজান আলী। এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন। অন্যের বাড়িতে কাজ করে মাকে সহায়তার পাশাপাশি ভ্যান চালিয়ে লেখাপড়ার খরচ জোগাতে হয়েছে তাকে।
তীব্র অভাবের মধ্যেও লেখাপড়া চালিয়ে যাওয়া রমজানের এমন ফলাফল অবাক করেছে সবাইকে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রমজান আলী। চার ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। মাত্র তিন বছর বয়সে বাবাকে হারায় রমজান। এরপর ৪ সন্তানের ভরণপোষণ জোগাতে হাড়ভাঙা খাটুনি খেটেছে তার মা।
মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.১১ পেয়েছিলেন রমজান। এবার রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন তিনি। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া রমজানের মূল কাজ ভ্যান চালানো।
রমজানের জীবনটা একটা সংগ্রাম। অনেক কষ্ট করে সে অন্যের বাড়িতে কাজ করে, ভ্যান চালিয়ে ভালো ফলাফল করেন। ভ্যান চালিয়ে ক্লান্ত শরীরে মনোযোগ দিয়ে প্রস্তুতি নিয়েছেন এইচএসসি পরীক্ষার। সফল হয়েছেন ইচ্ছাশক্তির সংগ্রামে।
অতি কষ্টের মধ্যে এমন ফলাফলে খুশি রমজান ও তার পরিবার। খুশি তার কলেজের শিক্ষকসহ স্থানীয়রাও।
স্থানীয় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম বলেন, তার ফলাফলে আমরা অনেক খুশি। আমরা তার পাশে ছিলাম। আগামীতেও তার পাশে দাঁড়াব। সেই সঙ্গে সবাইকে তার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।