জুমার নামাজের পর উপহারের গাড়ির সামনে দাঁড়িয়ে যা বললেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রায় সময়ই আলোচনায় থাকেন তিনি।

কখনো গান গেয়ে, মিউজিক ভিডিওতে মডেলিং করে, আবার কখনো সিনেমা করে আলোচনার জন্ম দেন। আবার কিছুদিন আগেই বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নিয়ে শিরোনামে আসেন আলোচিত এই ব্যক্তি।

হিরো আলম বর্তমানে আলোচনায় রয়েছেন উপহার হিসেবে পাওয়া গাড়ি নিয়ে। গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাকে গাড়িটি তুলে দেন শিক্ষক মুখলিছুর রহমান। এরপরই জানা যায়, গাড়ির মেয়াদ ১০ বছর আগে উত্তীর্ণ হয়েছে। এ জন্য বকেয়া রয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ায় সেখানে প্রায়ই নিজের সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপহার পাওয়া গাড়ির সামনে থেকে তোলা একটি ছবি পোস্ট করেন হিরো আলম।

তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জুমা মোবারক। হে আল্লাহ, তুমি আমাকে সাহস আর শক্তি দাও। আমি যেন সবসময় জনগণের কাজ করে যেতে পারি এবং সাহায্য করতে পারি। দোয়া ও ভালোবাসা চাই।’

এদিকে হিরো আলমের পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য পড়েছে প্রায় পাঁচশ।