দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দাতে তার নিয়মিত দেখা মিললেও বাস্তবে ভক্তরা খুব কম সময়ই কাছে পান তাকে। এবার ভক্তদের চমকে দিতেই ভিন্ন এক কাণ্ড ঘটিয়েছেন তিনি।
গত কয়েক সপ্তাহে জয়া আহসানকে দেখা গেছে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে। মূলত একটি প্রতিষ্ঠানের প্রচারণার ক্যাম্পেইন এটি, নাম ‘ওয়েডিং ক্রাশ’। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া। পণ্যটির প্রচারের অংশ হিসেবে জয়ার হুটহাট বিয়ের আয়োজনে হাজির হওয়া।
অভিনেত্রী জয়ার ভাষ্য, ‘বিয়েতে যেতে কার না ভালো লাগে! আমি প্রথমবারের মতো ওয়েডিং ক্র্যাশ করছি! জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া নব দম্পতির সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দেওয়া এই ক্যাম্পেইন দারুন লেগেছে।’
জয়াকে বিয়েতে পেয়ে ভক্তদেরও উচ্ছাসের কমতি নেই। নিজের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, জয়াকে বিয়েতে দেখেই চমকে উঠছে বিয়েতে উপস্থিত অতিথিরা। সকলেই তাকে ঘিরে ধরছেন, সেলফি তুলছেন।