দিনমজুরের মেয়ে টিউশনি পড়িয়ে জিপিএ-৫ পেলেন

কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন নিশাত আক্তার।

বাবার অভাবের সংসারে একটা সময় নিশাতের পড়ালেখার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই পরিবারের সহযোগিতা ও নিজের পড়ালেখার খরচ মেটাতে টিউশন পড়াতে শুরু করেন নিশাত।

জানা গেছে, নিশাত উপজেলার কর্মধা ইউনিয়নের গুতুমপুর গ্রামের বাসিন্দা মো. হান্নান মিয়ার মেয়ে। টাকার অভাবে কোনো দিন প্রাইভেট পড়া হয়নি তার। তবে নিজের পড়াশোনা চালিয়ে যেতে করতে হয়েছে টিউশনি। তাছাড়া নিয়মিত পায়ে হেঁটে যাতায়াত করতে হতো বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরের কলেজে।

নিশাত বলেন, আমি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের অবহেলিত মানুষের সেবা করতে চাই। আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাই।