ভূমিকম্পের ১৪০ ঘণ্টা পর ৭ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ৭ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেই সাথে, জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ বছর বয়সী এক মেয়ে এবং ২৭ বছর বয়সী এক পুরুষকেও।

তুরস্কের হেতে প্রদেশে ঘটে এই ঘটনা। দেশটির টিভি চ্যানেল টিআরটি হেবারে প্রচার করা হয় নাটকীয় এই উদ্ধার অভিযানের দৃশ্য।

মাটির সাথে মিশে যাওয়া ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষকে উদ্ধারে কাজ করে যাচ্ছে ১০ হাজারের বেশি উদ্ধারকর্মী। এসবের মাঝেই ঘটছে বিস্ময়কর সব ঘটনা। শিশুর কান্নার আওয়াজ পেয়েই অবস্থান শনাক্ত করে উদ্ধারকারীরা।

শুরু করে খোঁড়াখুঁড়ি। এক পর্যায়ে কাছাকাছি পৌঁছানোর পর আর আওয়াজ পাওয়া যাচ্ছিল না। পরে গর্ত থেকে উঁকি দিয়ে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। এক পর্যায়ে শিশুটিকে মৃত বলে মনে করেন উদ্ধারকারীরা। তবে টেনে তোলার পর দেখা যায়, চেতনা আছে শিশুটির। উচ্ছ্বসিত হয়ে ওঠেন উদ্ধারকারীরা। চিৎকার করে ধন্যবাদ জানান সৃষ্টিকর্তাকে। দুর্বল হলেও শারীরিকভাবে সুস্থ আছে হামজা নামের ৭ মাস বয়সী এই শিশু।

একইভাবে তুরস্কের কাহরামানমারাস প্রদেশের দক্ষিণে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ২৭ বছর বয়সী এক পুরুষকে। ভূমিকম্পের ১৪০ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধারের সময় তাকে পবিত্র কোরানের আয়াত তিলাওয়াত করতে শোনা যায় টিআরটি হেবারের ভিডিওতে।