গত বছর ১০ আগস্ট বিকেলে কথা। জানা গেল, পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমনি।
১১ আগস্ট শিশু সন্তানের নাম জানান পরী। ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য। ২৩ আগস্ট ফেসবুক পেজে আকিকার খবর দেন তিনি। দেখতে দেখতে ছয় মাস পূর্ণ হলো রাজ্যের। ছেলের জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা।
সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শনিবার রাতে ফেসবুকে পোস্ট করেন পরী। ছবিতে দেখা যায় নানা রঙের ছয়টি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন রাজ-পরী।
পোস্টে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে মা পরী লেখেন, ‘আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ ছয় মাস বাপজান।’ এর আগে গত বছরের ১২ নভেম্বর ছেলের জন্মের তিন মাস উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।