ভ্যালেন্টাইন উইক নিয়ে বিশ্বজুড়েই হয়ে থাকে মাতামাতি। প্রেমিক-প্রেমিকারা এ সপ্তাহে প্রিয় মানুষের জন্য অবিশ্বাস্য অনেক কাজই করে থাকেন।
এবার ভালোবাসা দিবসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য ৫৬ বছর বয়সী এক ব্যক্তি থাইল্যান্ডে ভিন্ন এক প্রদেশের উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা করেছেন। তার গন্তব্য ১২০০ কিলোমিটার দূরের সাতুন প্রদেশ।
সম্প্রতি থাইল্যান্ডের স্থানীয় গনমাধ্যম দ্য নেশন থাইল্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিক সুথেপ মাউই প্রমজিতের বাড়ি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের নাখোন নাইওক শহরে। আর তার প্রেমিকা থানাপা খিয়াও-অনের বাড়ি সাতুন প্রদেশে।
এর আগে, গত ১৪ জানুয়ারি নিজ বাড়ি থেকে প্রেমিকার বাড়ির উদ্দেশে রওনা দেন সুথেপ। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন বলছে, ১২০০ কিলোমিটারের এই পথ গাড়ি চালিয়ে যেতে প্রায় ১৬ ঘণ্টা সময়ের প্রয়োজন। আর বিরতিহীনভাবে হাঁটলে লাগবে কমপক্ষে ২০০ ঘণ্টা।প্রেমিক সুথেপ জানিয়েছেন, তিনি আশা করছেন মঙ্গলবারের মধ্যে সাতুনের থুং ওয়া জেলায় প্রেমিকা থানাপার বাড়ি পৌঁছাতে পারবেন। টিকটকের মাধ্যমে পাঁচ বছর আগে পরিচয় হয় তাদের। দু’জনেরই বয়স ৫৬ বছর। বিয়ে হলে প্রেমিকা সাতুনকে নিয়ে থাইল্যান্ড ঘুরে বেড়াবেন।
এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ১৭ কেজিরও বেশি ওজন কমেছে সুথেপের। বর্তমানে তার ওজন ৪০ কেজি। তবে তারপরও বেশ খুশি তিনি। কারণ, তার পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেয়া এটা প্রমাণ করে যে তিনি তার প্রেমিকা থানাপাকে কী পরিমাণ ভালোবাসেন।‘যারা পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যারা স্ত্রীর প্রতি বিশ্বস্ত নয়, আমার এই যাত্রা তাদের দৃষ্টিতে পড়ুক’ বলেও জানান সুথেপ।