চলচ্চিত্র, ওটিটি— দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন নির্মাতা রায়হান রাফি। ‘পরাণ’ দিয়ে রুগ্ন ঢালিউডকে দেখিয়েছেন নতুন দিশা।
‘টান’সহ বেশ কয়েকটি ওয়েব ফিল্ম দিয়ে দর্শকদের চম্বুককের মতো টেনেছেন নিজের নির্মাণের দিকে। তারই ধারাবাহিকতায় এবার আসছে এ নির্মাতার নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’।
গতকাল শুক্রবার ওটিটি মাধ্যম বিঞ্জের ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘ফ্রাইডে’র টিজার। ২৫ সেকেণ্ডের ওই টিজারে দেখা গেছে, একটি পরিবারের পাঁচ সদস্য বসে আছে। তারা প্রত্যেকেই আহত। শরীরে দগদগে জখম দেখে বোঝা যাচ্ছে তা। মানুষগুলোর চোখে মুখে বিরাজ করছে হতাশা। টিজারের শেষাংশ দেখে ধারনা করা যাচ্ছে, ওই পাঁচ সদস্যের চারজনের সঙ্গে খারাপ কিছু ঘটবে।
‘ফ্রাইডে’তে অভিনয় করেছেন তমা মির্জা। টিজার শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘মানুষের চেয়ে বড় জানোয়ার পৃথিবীতে আর নেই!’
ওয়েব ফিল্মটি সম্পর্কে জানতে চাইলে তমা মির্জা সংবাদমাধ্যমকে বলেন, নামের সঙ্গে মিল রেখে পোস্টারটি শুক্রবারেই প্রকাশ করা হয়েছে। এটা নিয়ে কথা বলতে গেলে চরিত্র প্রকাশ হয়ে পড়বে তাই তেমন কথা বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে চাই, এই ওয়েব ফিল্মটি পরিবার নিয়ে দেখা যাবে না, আলাদা আলাদাভাবে দেখতে হবে। এটা একটা অ্যাডাল্ট কনটেন্ট।
গল্পটা কোন ঘরানার? তমা মির্জা বলেন, এটাও বলতে চাই না। আমাদের আশপাশে অজস্র ঘটনা আছে। সেসব গল্প থেকেই ওয়েব ফিল্মের গল্পটি বেছে নেওয়া হয়েছে। আমাদের আশপাশের মর্মস্পর্শী সত্য ঘটনা অবলম্বনেই ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়েছে।
আপনার চরিত্রটা কেমন? তিনি বলেন, আমি আগেই বলেছি, চরিত্রটি নিয়ে তেমন কিছু বলতে চাই না। তবে, আমি এই টাইপের ক্যারেক্টার আগে কখনো করি নাই। চরিত্রটা অনেক বেশি কঠিন ছিল, চ্যালেঞ্জও ছিল। দর্শকের কাছে অনুরোধ থাকবে এটা একটা সাহসী উদ্যোগ, এটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত।