দেশের ছবি করার জন্য মুখিয়ে আছি: তাসনিয়া ফারিণ

দেশের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায়। তাও আবার কলকাতার সিনেমায়। অতনু ঘোষের নির্মিত ‘আরও এক পৃথিবী’ শিরোনামের সেই সিনেমাটি গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের ৪০ টি প্রেক্ষাগৃহে।

দর্শক-সমালোচক যারাই সিনেমাটি দেখেছেন তারা প্রশংসা করেছেন ফারিণের অভিনয়ের। কলকাতার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক, তবে কি এবার দেশের সিনেমায় নিয়মিত হবেন অভিনেত্রী?

সম্প্রতি ঢাকায় ফ্যাশন সংক্রান্ত এক ইভেন্টে তা নিয়ে কথা বলেছেন ফারিণ। জানালেন, দেশের সিনেমা করার জন্য মুখিয়ে আছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি শিল্পীরা তো সব জায়গাতে কাজ করবে। যেখানে যার সুযোগ ভালো হবে। আমার যেখানেই ভালো কাজের প্রস্তাব আসছে, আমি সেটাই করার চেষ্টা করছি।

‘আমি তো ওভাবে প্ল্যান করিনি যে এটাই আমার প্রথম ছবি হবে। আমার কাছে সবসময় যেটা ব্যাটে-বলে মিলে যাবে সেরকম একটা ছবি অপেক্ষায় ছিলাম। সেটা আমার ক্ষেত্রে কলকাতায় হয়ে গেছে এবং আমি তাতে ভীষণ খুশি।’

সিনেমার গল্প পছন্দ ও দেশের সিনেমায় কাজের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফারিণ বলেন, ‘এখন আমার মনে হয় আরো চুজি হবো ছবির ব্যাপারে এবং বাংলাদেশেও আমি মুখিয়ে আছি ছবি করার জন্য। যদি সেরকম আমার মন মতো ছবি পাই অবশ্যই করা হবে।’

সেই সঙ্গে ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি নিয়ে কলকাতার দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া জানিয়ে ফারিণ বলেন, ‘আমার তো প্রচারণার জন্যে অনেক জায়গায় যাওয়া হয়েছিল, সমালোচক-দর্শকরা যারা ছিলেন তাদের কাছ থেকে রেসপন্স খুব ভালো পেয়েছি। অবশ্যই এটা আমার এক্সপেকটেশন আরো বাড়িয়ে দেয় নেক্সট যে ছবি করব সেটার প্রতি।’