তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের অনেক দেশ। এদিকে নাম-পরিচয় গোপন রেখে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা) দান করেছেন এক পাকিস্তানি।
মার্কিন যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে গিয়ে তিনি এই পরিমাণ অর্থ দান করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক টুইটবার্তায় তিনি এমন তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটবার্তায় বলেন, একজন অপরিচিত পাকিস্তানির উদাহরণ দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তুর্কি দূতাবাসে প্রবেশ করেছিলেন এবং তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন। এগুলো পরোপকারের এমন মহিমান্বিত কাজ যা মানবতাকে আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করতে সক্ষম করে।
এরই মধ্যে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ত্রাণের আরেকটি ব্যাচ পাঠিয়েছে পাকিস্তান। দক্ষিণ তুরস্কের ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণের পরের ব্যাচের বিমানটি শুক্রবার তুরস্কে পৌঁছায়।
এদিকে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা অন্তত ৩৪ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র এসএকেওএম জানিয়েছে, তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৬০৫ জন হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় ভোররাতে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের অন্তত ১০টি প্রদেশ ও দক্ষিণের প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। একইদিন পরে কাছাকাছি ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে পরিস্থিতি অকল্পনীয় হয়ে দাঁড়ায়।