অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি কয়েকদিন আগেই একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। স্কুলছাত্রী হয়ে ধরা দিয়েছেন সেখানে। এ জন্য শরীরের ওজনও কমিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন এই চিত্রনায়িকা। আর এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীর তীরে এমনটাই দেখা গেল।
নির্মাতা সুমন ধরের ‘ফেরা’ ওয়েব ফিল্মে কাজ করছেন দীঘি। নতুন কাজটি নিয়ে তিনি বলেন, খুব চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছি। এখানে শাহনাজের চরিত্রে অভিনয় করছি আমি। শাহনাজ অনেক ব্যতিক্রম। এই দীঘির সঙ্গে গল্পের শাহনাজের কোনো মিল নেই। গল্পের শাহনাজ হয়ে উঠতেও অনেক সময় লেগেছে আমার।
চার-পাঁচ দিন হয়েছে ওয়েব ফিল্মটির শুটিং করা হচ্ছে পুরান ঢাকায়। আরও তিন-চার দিন শুটিং করতে হবে সেখানে।
এদিকে দীঘির দ্বিতীয় ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় আশপাশের মানুষজন ভিড় করে সেটে। এ সময় দীঘিকে একবার দেখার জন্য মাদরাসার শির্ক্ষার্থীসহ আরও অনেকে হাজির হন।