‘অভিনেতা হিসেবে নিশো ভাইয়াকে সবচেয়ে বেশি ভালো লাগে। উনি অভিনয়ের শিক্ষক। তার সঙ্গে কাজের খুব ইচ্ছে ছিল।
অমি ভাইয়ের পরিচালনায় ‘লতা অডিও’ নাটকের মাধ্যমে পূরণ হয়েছে। শুটিং সেটে কীভাবে অভিনয় করতে হয় সেটা উনি শিখিয়ে দিয়েছিলেন। ওই অভিজ্ঞতা ছিল দারুণ।’
নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে এমন মন্তব্য করেন এ প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম।
কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে লামিমা পরিচিতি অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘চোখের বারান্দায়’।
কোনাল-সাদীর গাওয়া গানটি প্রকাশের পর শনিবার সেলিব্রেশন অনুষ্ঠানে লালিমা বলেন, নিশো ভাইয়ের সঙ্গে একটি কাজ হয়েছে। তখন তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। যা আমি সবসময় মেনে চলি। এতে অভিনয় করতে বা ক্যারেকটার হয়ে পর্দায় আসতে অনেক সুবিধা হয়।
‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে জানিয়ে লামিমা বলেন, সবাই আমাকে ব্যাচেলর পয়েন্ট’র লামিয়া বলে ডাকে। কিন্তু আমার নাম হচ্ছে লামিমা। কোথাও গেলে আমার নাম বলা লাগে না। আমাকে জিজ্ঞেসও করে না। সবাই আমাকে একডাকে লামিয়া নামে ডাকে।
লামিমা জানান, তিনি অভিনেত্রী হতে পেরেছেন পরিচালক অমির কারণে। আরও জানান, ব্যাচেলর পয়েন্ট’র পলাশ, চাষী আলম, মিশু সাব্বির প্রত্যেকে তাকে অভিনেত্রী হতে সাহায্য করেছেন, প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। লামিলা বলেন, আমি একটু একটু অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।
ভালোবাসা দিবস উপলক্ষে লামিমা দুটি নাটকে অভিনয় করেছেন। একটি সালমান মুক্তাদিরের সঙ্গে, আরেকটি সাইদুর রহমান পাভেলের সঙ্গে। এছাড়া কিছুদিন আগে ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজের শুটিং করেছেন, সে বিষয়ে লামিমা বলেন, এই কাজটি ঈদে রিলিজ হবে। দর্শক পুরোপুরি কমেডি গল্প দেখবে।