দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
বিয়ের পর ফের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সানাই। বিভিন্ন সময় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মাঝে মাঝে দুজনে লাইভে এসেও নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নেন।
সবশেষ ফেসবুক স্ট্যাটাসে নিজের উপলব্ধিতে পুরুষের ভালোবাসা বোঝার উপায় জানিয়েছেন সানাই। তার ভাষ্যমতে, ‘রেস্টুরেন্টে বসে একটা জিনিস ভীষণভাবে আবিষ্কার করলাম, যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে জীবন দিয়ে তোমার প্রয়োজনগুলো মেটানোর কথা চিন্তা করবে। হ্যাঁ, ভালোবাসা এমনিই। সে অন্যের কথার না, তোমার কথার গুরুত্ব দেবে।’
সানাই যোগ করেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি চাইবে, সে তোমার কথা শুনবে শর্তহীনভাবে। কারও কথা শোনার সে প্রয়োজন মনে করবে না। হুম, ভালোবাসা এমনিই।’
তিনি আরও লেখেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে কোনো কিছুর যোগবিয়োগ করবে না, হিসাব-নিকাশ করবে না। আর যদি কোনো পুরুষ এর বিপরীতটা করে, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসেনি। টাইম পাস করেছে মাত্র।’
প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান।
এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে আলোচনায় আসেন তিনি। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। সে সময় তিনি এমপির পরিচয় গোপন রেখেছিলেন। পরবর্তীতে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।