প্রথমবারের মতো লাখ টাকা অনুদান পেল হিরো আলম ফাউন্ডেশন

মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সেই ফাউন্ডেশনে এক লাখ টাকা সহযোগিতা করেছে খান ডটকম ওভারসিজ লি: এর এম.ডি কাশেম খান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

তিনি বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। অনুদান দিয়েছেন ডটকম ওভারসিজ লি: এর এম.ডি কাশেম খান। আমি চির কৃতজ্ঞ সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। আমিও সবার পাশে দাঁড়াতে চাই সবাইকে নিয়ে।

তিনি বলেন, আমি দেশ এবং দেশের বাইরের সবাইকে নিয়ে হিরো আলম ফাউন্ডেশন একটা কমিটি গঠন করবো। সেই কমিটি ৬৪টা জেলার কমিটি গঠন করে দেবে ফাউন্ডেশনের। স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। কেউ যেন বলতে না পারে গরিব অসহায়ের টাকা মেরে খেয়েছি।

উল্লেখ্য, সঙ্গীতের ভিডিও, মডেলিং, হাস্য-রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের।

শুধু তাই নয়, তার কিছু গান, মুভি নিয়ে হাসাহাসির পাশাপাশি ব্যাপকভাবে ট্রল করত দর্শকরা। তবে নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১ ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এরপর হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।