কানাডায় দুর্ঘটনার শিকার কুমার বিশ্বজিতের ছেলে আইসিইউতে

কানাডার টরেন্টোতে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

দেশটির স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে (আইসিইউতে) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।

এ খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা। একই দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, আহত হওয়ার পর থেকে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওয়ানা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।