ছেলে অভিমন্যুর কারণে মাঝরাতে থানায় ছুটতে হলো টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে। এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর এসেছে। তবে এবারে জল একেবারে গড়িয়েছে থানা পর্যন্ত। সোমবার রাতে মা-ছেলে দুজনকেই যেতে হয়েছে আনন্দপুর থানায়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বাইপাসের ধারের বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। সেখানকারই এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। শোনা যাচ্ছে, বাকবিতণ্ডা থেকে ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের ওপর। আর সেই খবর শ্রাবন্তীর কানে পৌঁছতেই চলে আসেন শ্রাবন্তী।
সঙ্গে বর্তমান প্রেমিক সেই ফিটনেস ট্রেনার। সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তারা। আর তার পর কথা কাটাকাটি থেকে লেগে যায় হাতাহাতি। গণ্ডগোল এত জটিল আকার নেয় যে সবাইকে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও কোনো এফআইআর দায়ের হয়নি। থানায় গিয়ে উভয়পক্ষ আলোচনার মাধ্যমেই সবটা মিটিয়ে নিয়েছেন।
প্রথম স্বামী রাজীব বিশ্বাস ও শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। ডিভোর্সের পর থেকে মায়ের সঙ্গেই বড় হয়েছেন। মায়ের মতো অভিনয় নয়, বাবার মতো পরিচালক হওয়ার শখ তার। কাজ করেছেন সৃজিতের মানবজমিন ছবিতেও।